PV Sindhu | বিশ্বের দুই নম্বর ওয়াং ঝি ই-কে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শেষ আটে পৌঁছলেন পিভি সিন্ধু!

Thursday, August 28 2025, 2:43 pm
highlightKey Highlights

২০২১ সালের পর এই প্রথমবার সিন্ধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে গেলেন।


২৬ অগস্ট ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্ট্রেট গেমে বুলগেরিয়ার ক্যালোয়ানা নালবান্টোভাকে হারিয়েছেন পিভি সিন্ধু। সময়টা ভালো যাচ্ছে তাঁর। BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বিশ্বের দুই নম্বর ওয়াং ঝি ই-কে স্ট্রেট সেটে পরাস্ত করলেন তিনি। ২১:১৭, ২১:১৫ তে ম্যাচ জিতে পৌঁছলেন কোয়ার্টার ফাইনালের শেষ আটে। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর বিপক্ষে থাকছেন বিশ্বের ৯ নম্বরে থাকা ২৩ বছর বয়সি পুত্রি কুসুম ওয়ারদানি। এদিকে মিক্সড ডাবলসে শেষ ষোলোয় পৌঁছেছেন ভারতের ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File