দেশ

কৃষি আইন স্থগিত রাখতে 'সুপ্রিম'-এর তোপ কেন্দ্রকে

কৃষি আইন স্থগিত রাখতে 'সুপ্রিম'-এর তোপ কেন্দ্রকে
Key Highlights

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবড়ের কথা অনুযায়ী এ কথা স্পষ্ট যে, এখনই নয়া তিন কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত না-করলে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে সুপ্রিম কোর্ট। নয়া কৃষি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে একটি পিটিশনের শুনানিতে সোমবার প্রধান বিচারপতি বলেন, 'ভুল কিছু হয়ে গেলে আমাদের মধ্যে প্রত্যেকে তার জন্য দায়বদ্ধ থাকব। আমাদের হাত নিয়ে কোনও ক্ষত হোক বা রক্তপাত হোক, এটা আমরা চাই না।'