রাজ্যদিঘা ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল কোভিড ডবল ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট
করোনা পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল হওয়ায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বহু ক্ষেত্রে। ভ্রমণে বাধা না থাকলেও জারি করা হয়েছে বহু নিয়ম। সংক্রমণ একটু কমতেই দিঘা ও শঙ্করপুরে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছিল। অনেকেই মানছে না সামাজিক দূরত্ব, এমনকি ব্যবহার করছে না মাস্ক, তাই এই ব্যাপারে কড়া ব্যবস্থা নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিঘা, মন্দারমনির মতো পর্যটনস্থলে আসতে গেলে অবশ্যই সাথে আনতে হবে করোনা ভ্যাকসিনের ডবল ডোজের সার্টিফিকেট কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট। মেনে চলতে হবে সমস্ত কোভিড বিধি। নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।