Purulia | 'সুপ্রিম' রায়ে শিক্ষক শূন্য হলো পুরুলিয়ার আড়রা জুনিয়র হাই স্কুল!

Saturday, April 5 2025, 5:58 am
highlightKey Highlights

একেবারে শিক্ষকহীন হয়ে পড়ল পুরুলিয়ার আড়রা জুনিয়র হাই স্কুল! ‘সুপ্রিম’ রায়ে এমনই দশা পুরুলিয়ার রঘুনাথপুর ১ ব্লকের এই স্কুলটির।


‘সুপ্রিম’ কোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৬,০০০ শিক্ষকের। চাকরি গিয়েছে পুরুলিয়ার আড়রা জুনিয়র হাই স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষকের। শিক্ষক শূন্য হয়ে গিয়েছে স্কুলটি। দুই অতিথি শিক্ষক বা ‘গেস্ট টিচার’ তাঁকে সহযোগিতা করতেন। এবার থেকে তাঁরাই পঠনপাঠনের কাজ চালাবেন বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর। কয়েকদিন আগেই ওই শিক্ষক পিতৃহারা হয়েছেন। কয়েকমাস আগে তাঁর মায়ের শরীরে ক্যানসার ধরা পড়েছে। এই রায়ে অথৈ জলে পড়েছেন কাজ হারানো ওই শিক্ষক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File