Howrah-Puri Bande Bharat | সোমবার বাতিল হাওড়া-পুরী এক্সপ্রেস! জামাইষষ্ঠীতে যাত্রা শুরু এনজেপি-গুয়াহাটি বন্দে ভারতের!

Monday, May 22 2023, 7:28 am
highlightKey Highlights

দ্বিতীয় দিনেই বিপত্তির মুখোমুখি হাওড়া-পুরী বন্দে ভারত। রক্ষনাবেক্ষনের জন্য সোমবার বাতিল করা হল পুরীগামী ট্রেন জামাইষষ্ঠীর দিন চালু হতে পারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস।


প্রথমদিন যাত্রা ভালো হলেও, দ্বিতীয় দিনই বিপদে পরে হাওড়া-পুরি বন্দে ভারত (Howrah-Puri Vande Bharat Express)। যার জেরে তৃতীয়দিন অর্থাৎ  ২২সে মে সোমবার বাতিল করা হয় পুরীগামী এই এক্সপ্রেস ট্রেন।

 দ্বিতীয় দিনই বিপদে হাওড়া-পুরি বন্দে ভারত
দ্বিতীয় দিনই বিপদে হাওড়া-পুরি বন্দে ভারত

দেশের সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুতগতির ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দিন দুয়েক আগেই বাংলার দ্বিতীয় এবং উড়িষ্যার (Odihsa) প্রথম বন্দে ভারত, হাওড়া-পুরি বন্দে ভারত তার যাত্রা শুরু করে। তবে যাতায়াত শুরু করার পর দ্বিতীয় দিনেই অর্থাৎ ২২সে মে বাঁধে বিপত্তি। গতকাল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেনটি। কটক (Cuttack) ও ভদ্রক (Bhadrak) স্টেশনের মাঝে মঙ্গুলী (Manguli) স্টেশন পেরোতেই গাছ পড়ে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ (Pantograph)।

Trending Updates
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেন
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেন

যাত্রীদের দাবি, আচমকাই ট্রেনে বিদ্যুৎ চলে যায়, যার ফলে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও ট্রেনটি প্রায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকে। এরপর ডিজেল ইঞ্জিন (Diesel Engine) দিয়ে হাওড়া-পুরী এক্সপ্রেসকে সাড়ে ৭ ঘণ্টা পর টেনে আনা হয় খড়গপুরে। পরে সেদিন রাত আড়াইটে নাগাদ হাওড়ায় পৌঁছয় বন্দে ভারত।

গাছ পড়ে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ
গাছ পড়ে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ

রেল কতৃপক্ষ সূত্রে খবর, এই ক্ষয়ক্ষতির ফলেই  রক্ষণাবেক্ষণের জন্য ২২ মে অর্থাৎ সোমবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্থ হয়েছে পাইলট কারের (Pilot Car)  উইন্ডশিল্ড (Windshield) সহ কামরার কাচও। সেগুলি মেরামতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা।

ট্রেনটি দাঁড়িয়ে থাকে প্রায় পাঁচ ঘন্টা <br>
ট্রেনটি দাঁড়িয়ে থাকে প্রায় পাঁচ ঘন্টা <br>

এদিন হাওড়া-পুরী এক্সপ্রেস বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই অনেকের মধ্যেই প্রশ্ন, বুকিং করা টিকিটের তাহলে কী হবে? এই প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়েছে সোমবার হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল হওয়ার কারণে খুব তাড়াতাড়ি যাত্রীদের বুকিং করা টিকিটের দাম ফেরত দেওয়া হবে। তবে কীভাবে টিকিটের দাম ফেরত দেওয়া হবে, সেই সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, যারা অনলাইনে টিকিট বুকিং করেছিলেন তাদের টিকিটের মূল্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ঢুকে যাবে। অন্যদিকে, যারা অফলাইনে টিকিট বুকিং করেছেন তারা কীভাবে টিকিটের দাম ফেরত পাবেন তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে রেলের তরফ থেকে। এর পাশাপাশি জানানো হয়েছে, সোমবার হাওড়া-পুরী বন্দে ভারতের টিকিটের দাম ফেরতের ক্ষেত্রে কোন রকম কাটছাট করা হবে না। টিকিটের পুরো দাম ফেরত পাবেন যাত্রীরা।

মেরামতির জন্য সোমবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত
মেরামতির জন্য সোমবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত

অন্যদিকে, জামাইষষ্ঠীতে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ২৫ চালু হতে পারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস (NJP-Guwahati Bande Bharat Express)। সূত্রের খবর, গতকাল অর্থাৎ ২১সে মে রবিবার এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিতে ট্রায়াল রান করা হয়। এদিন এনজেপিতে ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের এডিআরএম (ADRM of North East Frontier Railway, Katihar) সঞ্জয় চিল ওয়ার (Sanjay Chil War)।

২৫ চালু হতে পারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস
২৫ চালু হতে পারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস

এডিআরএম  বলেন, এখনও পর্যন্ত আসা নির্দেশিকা অনুযায়ী, ২৫ মে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। উল্লেখ্য, রবিবার সকাল ৬টা ১০ মিনিটে এনজেপি থেকে রওনা দিয়ে  গুয়াহাটিতে সকাল সাড়ে ১১টায় ট্রেনটি পৌঁছয়। কোথাও গতি কম বা বেশি করার প্রয়োজন আছে কি না তা জানার জন্যই এই ট্রায়াল রান করা হয় বলে খবর। এনজেপি থেকে গুয়াহাটি পৌঁছতে ট্রেনটির মোট সময় লাগবে ৫ ঘণ্টা ৫৫ মিনিট। ফেরার পথেও একই সময় লাগবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। তবে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের মূল্য কত হবে এবং এই ট্রেন সম্পর্কিত আরও তথ্য চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের সঙ্গে ঘোষণা করা হবে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File