Punjab | আড়াই বছরের শিশুতে চকোলেট লোভ দেখিয়ে ধর্ষণ! পাঞ্জাবে গ্রেপ্তার অভিযুক্ত
Monday, January 5 2026, 1:57 pm

Key Highlightsপাঞ্জাবে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের বালোঙ্গিতে।
পাঞ্জাবে মর্মান্তিক ঘটনা। আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের বালোঙ্গিতে। সূত্রের খবর, গত শনিবার চকোলেট কিনে দেওয়ার নাম করে ওই শিশুটিকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। শিশুটির কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকেরা তাঁকে খুঁজে বের করে। তাঁর আগেই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে শিশুটি মোহালির ফেজ ৬ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


