Punjab High Court | বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে সন্তানের জন্ম দেয় মেয়ে! 'বিরলতম নয়'-সাজা কমিয়ে বিতর্কের মুখে হাইকোর্ট!

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানায়, এই ঘটনা মারাত্মক অপরাধ হলেও ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়।
হরিয়ানার পলওয়ালে ২০২০ সালে মা মরা ১৭ বছর বয়সী কিশোরী পুলিশে অভিযোগ করে যে, তার বাবা তাকে গত ৪ বছর ধরে লাগাতার ধর্ষণ করে চলেছে। এমনকি সেই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, জন্ম দেয় কন্যাসন্তানেরও। এই ঘটনায় ২০২৩ সালে কিশোরীর বাবাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। তবে অভিযুক্ত হাইকোর্টের দ্বারস্থ হলে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানায়, এই ঘটনা মারাত্মক অপরাধ হলেও ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়। এরপরই নির্যাতিতার বাবা তথা অভিযুক্তর মৃত্যুদণ্ড কমিয়ে ৩০ বছরের যাবজ্জীবন দেওয়া হয়।