Punjab | ‘ভিলেন’ কুয়াশা, পাঞ্জাবে একাধিক গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত অন্তত ৩০
Sunday, January 11 2026, 5:16 am

Key Highlightsকুয়াশায় দৃশ্যমানতার অভাবে রাজস্থানের জয়পুর-দিল্লি হাইওয়েতে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
তীব্র শীতে কাঁপছে পাঞ্জাব। অমৃতসরে সর্বনিম্ন ১.৩ ডিগ্রি তাপমাত্রা। থরহরিকম্প অবস্থা ভাটিন্ডা (৩.২), ফরিদকোট (৩.২), পাটিয়ালা (৪.৪), গুরদাসপুরের (৩.১)। কুয়াশার জেরে দৃশ্যমানতা শূন্য। ধোঁয়াশায় ঢেকেছে রাস্তা। সূত্রের খবর, পাঞ্জাবের হোসিয়ারপুর দাসুয়া সড়কপথে একাধিক গাড়ির সংঘর্ষে ৪ জনের প্রাণ গিয়েছে। আহত অন্তত ৩০ জন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকালে হোসিয়ারপুরে তাপমাত্রা হাড় কাঁপানো ১.১ ডিগ্রি। এদিকে রবিবার সকালে রাজধানীতে ৯টায় বাতাসের মান ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছেছে।
- Related topics -
- দেশ
- পাঞ্জাব
- পাঞ্জাব প্রশাসন
- কুয়াশাচ্ছন্ন
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- কোল্ড ড্রিংক


