রাজ্যপুজোর আগেই হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ তাই বিপদ ঠেকাতে আগাম সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের
পুজোর আগেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দুর্গাপুজোর আগেই শহরের রাস্তায় ঢল নামছে শপিং-পিপাসুদের। করোনা সংক্রমণ ঠেকাতে তাই স্বাস্থ্য দফতরের তরফ থেকে নেওয়া হচ্ছে আগাম সতর্কতা। কলকাতার বিভিন্ন মার্কেটগুলোতে বাঁশ দিয়ে ঘেরার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনকি এন্ট্রি এবং এক্সিটের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘেরা থাকবে যাতে কাউকে ভিড়ের মুখোমুখি হতে না হয়। কেনাকাটার ক্ষেত্রে প্রত্যেকের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।