আন্তর্জাতিক

New York Bangladesh Consulate । বাংলাদেশের প্রভাব মার্কিনে! নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেটে ঢুকে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিলো প্রতিবাদীরা

New York Bangladesh Consulate । বাংলাদেশের প্রভাব মার্কিনে! নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেটে ঢুকে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিলো প্রতিবাদীরা
Key Highlights

মার্কিন শহরটিতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটে ঢুকে পড়ে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিয়েছে প্রতিবাদীরা।

অগ্নিগর্ভ বাংলাদেশের প্রভাব পড়লো নিউ ইয়র্কে। সূত্রের খবর, মার্কিন শহরটিতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটে ঢুকে পড়ে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিয়েছে প্রতিবাদীরা। বাধা দিতে গিয়েছিলেন দূতাবাসের কর্মীরা। কিন্তু তা উপেক্ষা করেই কার্যত তাণ্ডব চালিয়ে গিয়েছে বিক্ষোভকারীরা। অনেকের হাতেই ছিল বাংলাদেশের পতাকা। জাতীয় পতাকার রঙের টুপিও ছিল বিক্ষোভকারীদের মাথায়। অন্যদিকে, বাংলাদেশে যশোরে আওয়ামি লিগ নেতা শাহিন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারা হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। যার জেরে মারা যান বিদেশি পর্যটক সহ ২১ জন।