Murshidabad | মুর্শিদাবাদে ধুন্ধুমার, ওয়াকফ বিলের প্রতিবাদে রেলের রিলে রুম ভাঙচুর, এলাকায় মোতায়েন BSF

Saturday, April 12 2025, 7:42 am
highlightKey Highlights

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে শুক্রবার দিনভর তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়।


ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবার দিনভর উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। শুক্রবার রাতভর রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখানো হয়। এর জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। আটকে পরে হাজার হাজার যাত্রী। পাঁচ হাজার যাত্রীকে উদ্ধার করে গতব্যে পৌঁছে দেয় রেল আধিকারিকরা। অভিযোগ, রাতে রেলের রিলে রুমে ভাঙচুর চালানো হয়ে। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা হয়। একাধিক বাস এবং গাড়িতেও আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপরই এলাকায় বিএসএফ মোতায়েন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File