সাতদিনের লকডাউন জারি বাংলাদেশে! লকডাউন ঘোষনার পরই বিক্ষোভ শুরু হয়, গুলিবিদ্ধ হন ৩ জন
Wednesday, April 7 2021, 5:42 am
Key Highlights
সাত দিনের লকডাউন জারি হওয়ায় উত্তাল হল বাংলাদেশ! ফরিদপুর জেলার সালথা অঞ্চলে প্রশাসন লকডাউনের বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা একটি থানায় ভাঙচুর চালায়। পুলিশ ও ফরিদপুরের সরকারি হাসপাতালের ডাক্তার আবদুল মতিন জানিয়েছেন, অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম জুবায়ের হোসেন (২০)। বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীদের অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সালথায় হঠাৎ-ই গুজব ছড়িয়ে পড়ে যে কোভিড-১৯-এর জন্য জারি হওয়া লকডাউনের বিধিনিষেধ না মানার কারণে পুলিশের নিগ্রহে আহত হয়েছেন একাধিক ব্যক্তি।ওই গুজব ছড়িয়ে পড়ার পরেই জনতার মধ্যে বিক্ষোভ শুরু হয়।
- Related topics -
- বাংলাদেশ
- লকডাউন
- বিক্ষোভ
- কোভিড ১৯
- গুলি বর্ষণ
- বাংলাদেশ পুলিশ