মায়ানমারে সেনা বিরোধী জনতার বিক্ষোভে হত ১৮ জন, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন

Monday, March 1 2021, 11:35 am
highlightKey Highlights

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রতিবাদে উত্তাল সু কি-র দেশ মায়ানমার। রবিবার দিনভর চলা সেনা বিরোধী বিক্ষোভে চলল পুলিসের গুলি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, ব্যাপক ধরপাকড় অভিযান। এখনওপর্যন্ত পুলিসের গুলি ও সংঘর্ষে দেশজুড়ে নিহত হয়েছেন ১৮ জন। এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসংঘ হিউম্যান রাইটস অফিস। রাষ্ট্র সংঘ মানবাধিকার দফতরের তরফে জানানো হয়েছে, 'মায়ানমারের পুলিস ও সেনা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপরে হামলা চালিয়েছে। ওই হামলায় ১৮ জনের মত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File