মুখে স্পষ্ট বয়সের ছাপ, এ কী অবস্থা টলিউডের এভারগ্রিন তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের !
Saturday, September 11 2021, 2:55 pm
Key Highlightsমুখ ভর্তি সাদা দাড়ি, মাথার কাঁচাপাকা চুলের মধ্যিখান দিয়ে উঁকি দিচ্ছে টাক, কালি জমেছে চোখের নীচে, চোখের চাউনিতে স্পষ্ট একটা উদাসীনতা, এক ভিন্ন রূপে ধরা দিলেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটি আসলে অতনু ঘোষের আসন্ন ছবি ‘শেষ পাতা’-র লুক। পরিচালক নিজেই শনিবার এই ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে আনলেন। ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর পর অতনু ঘোষের এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- অতনু ঘোষ
- শেষ পাতা

