ফুসফুসের ক্যানসার এড়াতে ধূমপান বর্জনের সাথে সঙ্গী করুন মাস্ক কে, পরামর্শ চিকিৎসকের।
Wednesday, February 24 2021, 8:39 am
Key Highlightsফুসফুস ক্যানসার সচেতনতা হওয়ার ডাক দিয়ে ধূমপানকে গুডবাই করে দূষণ এড়িয়ে চলার পরামর্শ দিলেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিউটের রেডিয়েশন অঙ্কোলজির চিকিৎসক তাপস মাজি। বিশ্বের প্রায় ২০ লক্ষ মানুষ প্রতি বছর ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। কোভিড-১৯তে মানুষ কাশি বা জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু অন্য সময় কেউই খুব একটা আমল দেন না। শ্বাসযন্ত্রের কর্কট রোগের মূল উপসর্গ কাশি। বেশির ভাগ ক্ষেত্রেই রোগী যখন ডাক্তারের কাছে পৌঁছন তখন অসুখ প্রায় তৃতীয় স্টেজে পৌঁছে গেছে। লাং ক্যানসার অ্যাওয়্যারনেস মাসে ধুমপান ছাড়ার শপথ নেওয়ার সঙ্গে বাইরে বেরলেই মাস্ক পরা উচিত, এর ফলে বাতাসে ভাসমান দূষণের হাত থেকে রেহাই পাওয়া যাবে।