Bagbazar Mayer Bari | বাগবাজারে সারদা মায়ের বাড়ি প্রোমোটার দৌরাত্ম্য! অবৈধ নির্মাণ রুখতে তৎপর হাই কোর্ট!

Friday, July 11 2025, 4:48 pm
Bagbazar Mayer Bari | বাগবাজারে সারদা মায়ের বাড়ি প্রোমোটার দৌরাত্ম্য! অবৈধ নির্মাণ রুখতে তৎপর হাই কোর্ট!
highlightKey Highlights

সারদা মায়ের বাড়িতে অবৈধ নির্মাণ আটকাতে আসরে কলকাতা হাই কোর্ট।


বাগবাজারে সারদা মায়ের বাড়িতে অবৈধ নির্মাণের চেষ্টা। অভিযোগ পেতেই নড়েচড়ে বসলো কলকাতা হাইকোর্ট। সারদামায়ের স্মৃতি বিজড়িত বাগবাজার মায়ের বাড়ি অত্যন্ত জনপ্রিয়। নিজের শিষ্য চন্দ্রমোহন দত্তকে এই বাড়ি দান করেছিলেন মা সারদা। চন্দ্রমোহনের নাতি কার্তিকচন্দ্র দত্তের মৃত্যুর পর থেকেই দৌরাত্ম্য বেড়েছে প্রোমোটারদের। চন্দ্রমোহন বাবুর উত্তরসূরিদের অভিযোগ বাড়ির বেশ খানিকটা অংশ দখল করে তিনতলা তৈরির অনুমোদন জোগাড় করেছে প্রোমোটার। ৩০ দিনে ভেঙে ফেলতে হবে নির্মীয়মান অংশ, নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File