Bangladesh | বাংলাদেশে গ্রেপ্তার মৌলবাদের বিরোধী প্রখ্যাত অর্থনীতিবিদ আবুল বারকাত

Saturday, July 12 2025, 5:07 pm
highlightKey Highlights

বাংলাদেশে মৌলবাদের বিরোধী প্রখ্যাত অর্থনীতিবিদ তথা জনতা ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে।


গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ও আবুল বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কর্তৃপক্ষ (দুদক)। গত ৫ মাস ধরে এই মামলার তদন্ত চলছে। বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডি এলাকার বাড়ি থেকে মৌলবাদের বিরোধী প্রখ্যাত অর্থনীতিবিদ তথা জনতা ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। যোগসাজশে প্রতারণা, মিথ্যা রেকর্ডপত্র তৈরি করে ব্যাঙ্কের মর্টগেজ নেওয়া জমির মাধ্যমে বিভিন্ন পন্থায় ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File