Prolay Missiles | বছরের শেষ দিনে 'প্রলয়'! নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল DRDO
Wednesday, December 31 2025, 2:28 pm
Key Highlightsবুধবার একই লঞ্চার থেকে পরপর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল নিক্ষেপন সম্পন্ন করেছে ভারত।
বর্ষবরণের আগেই শত্রুর হৃদস্পন্দন বাড়ালো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এদিন এক বিবৃতি জারি করে প্রতিরক্ষা মন্ত্রক জানালো, বুধবার একই লঞ্চার থেকে পরপর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল নিক্ষেপন সম্পন্ন করেছে ভারত। এদিন সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ ওড়িশা উপকূল থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছে। সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরী এই ক্ষেপণাস্ত্রের গতি ৭৫০০ কিমি/ঘণ্টা। এর রেঞ্জ ৫০০ কিলোমিটার হলেও প্রতিটি ক্ষেপণাস্ত্র তার পেটে ১০০০ কিলো গোলাবারুদ বহন করতে সক্ষম।
- Related topics -
- দেশ
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- ডিআরডিও
- শক্তিশালী মিসাইল
- ক্ষেপণাস্ত্র
- স্যাটেলাইট লঞ্চ
- মহাকাশযান

