Bangladesh | সরকারি চাকরি পাবেন না 'নিষিদ্ধ' ছাত্র লিগের কর্মীরা! আরও কোণঠাসা হয়ে গিয়েছে হাসিনার দল

Friday, October 25 2024, 12:44 pm
highlightKey Highlights

নিষিদ্ধ ঘোষণার পর এবার ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, কোনও নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরি পাবেন না।


আরও বিপাকে আওয়ামি লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লিগ। নিষিদ্ধ ঘোষণার পর এবার ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, কোনও নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরি পাবেন না। অর্থাৎ সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন না ছাত্র লিগের সদস্যরা। যে সব নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, সেখান থেকেও নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বাদ দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে শূন্যপদগুলোতে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এর ফলে বেশি সংখ্যক প্রার্থী চাকরির সুযোগ পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File