Suniitikumar Pathak । নক্ষত্রপতন বাঙালির বৌদ্ধচর্চায়, প্রয়াত হলেন পণ্ডিত সুনীতিকুমার পাঠক

Thursday, December 5 2024, 2:05 pm
highlightKey Highlights

১০১ বছর বয়সে প্রয়াত হলেন বৌদ্ধচর্চার অন্যতম অগ্রগণ্য পণ্ডিত সুনীতিকুমার পাঠক। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব বুধবার রাত দশটায় অবনপল্লীতে নিজ বাসভবনেই প্রয়াত হন।


১০১ বছরে প্রয়াত হলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক এবং বাঙালির বৌদ্ধচর্চার অন্যতম অগ্রগণ্য পণ্ডিত সুনীতিকুমার পাঠক। রবিঠাকুরের বিশ্বভারতীতে সুনীতিকুমারের উদ্যোগেই ১৯৫৪ সালে শুরু হয়েছিল ভারত তিব্বতী চর্চা (ইন্দো টিবেটান স্টাডিজ)। নিজের উদ্যোগে হিমালয়ের দুর্গম অঞ্চল থেকে পায়ে হেঁটে সংগ্রহ করেছিলেন বহু দুষ্প্রাপ্য মূল্যবান পুঁথি। শতবর্ষ পেরিয়েও ভাষাচর্চার গবেষণায় অক্লান্ত পরিশ্রম করতেন সুনীতিকুমার পাঠক। পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, বিশ্বভারতী দেশিকোত্তম পুরস্কার, পুরাণরত্ন স্বর্ণপদক, এশিয়াটিক সোসাইটি এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্মাননাতেও ভূষিত হয়েছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File