Bow Bazar Metro | বউবাজার এলাকায় মেট্রোর কাজে ফের বিপত্তি, দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রসপ্যাসেজ নির্মাণের সময় সমস্যা
Friday, September 6 2024, 6:20 am
Key Highlightsবউবাজার দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রসপ্যাসেজ নির্মাণের সময় সমস্যা দেখা দিয়েছে।
দুর্গাপুজোর আগেই ফের বউবাজার এলাকায় মেট্রোর কাজে বিপত্তি। জানা গিয়েছে, বউবাজার দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রসপ্যাসেজ নির্মাণের সময় সমস্যা দেখা দিয়েছে। মাটির নিচ থেকে বের হচ্ছে জল। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। প্রসঙ্গত, মেট্রোর কাজের জন্য বউবাজারে প্রথমবার ধস নেমেছিল ২০১৯ সালের ৩১ অগস্ট। এরপর ২০২২ সালের ১১ মে। সেবছরই ১৪ অক্টোবর ফের ধস দেখা দেয় বউবাজারে। এখনও পর্যন্ত এত বছরে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের ৭০টি বাড়ি।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- বৌবাজার

