Robert Vadra | প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রাকে ফের তলব করলো ED! হাজিরাও দিলেন EDর দফতরে!

Tuesday, April 15 2025, 9:20 am
highlightKey Highlights

শিখপুর জমি আর্থিক তছরূপ মামলায় প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রাকে ফের তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ED।


শিখপুর জমি আর্থিক তছরূপ মামলায় প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রাকে ফের তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ED। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে নিজের দিল্লির বাসভবন থেকে নিরাপত্তারক্ষীদের নিয়ে পায়ে হেঁটেই EDর দফতরে পৌঁছে যান এই ব্যবসায়ী। উল্লেখ্য, ২০০৮ সালে গুরগাঁও এলাকার শিখপুরের একটি ৩.৫ একরের জমি মোট সাড়ে সাত কোটি টাকায় কেনেন রবার্ট। যা কয়েক বছর পর DLF নামক এক সংস্থাকে ৫৮ কোটি টাকায় বিক্রি করেন। ইডির সন্দেহ এই আর্থিক লেনদেন মোটেই সোজা পথে হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File