কেউ জন্মগত যৌন কর্মী হয় না, বানানো হয়; তাঁদের নতুন পথ দেখাতে এগিয়ে এল ১৭ বছরের প্রিয়া !
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsমা-বাবা নেই, নিষিদ্ধ পাড়ায় বড় হওয়া ১৭ বছর বয়সী প্রিয়া মন্ডল বউবাজার লালবাতি এলাকার বাসিন্দা এবং আদি মহাকালী পাঠশালার একাদশ শ্রেণীর ছাত্রী। অশ্লীল পরিবেশের মধ্যেই লেখাপড়া করে উপযুক্ত হয়ে সে দাঁড়াতে চায় সেইসব ছেলেমেয়েদের পাশে যাদের সমাজ খারাপ চোখে দেখে। বৃহস্পতিবার বর্তমান চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীর স্বয়ং রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের চেয়ারে প্রিয়াকে ১ ঘন্টা বসালেন। প্রিয়া আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে, তাইকোন্ডো, বক্সিং শেখার পক্ষে সওয়াল করেন; যা তিমতো চার্টার অফ ডিমান্ড আকারে লিপিবদ্ধ করে রাজ্যের শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাঁজার কাছে পাঠানো হবে বলে জানানো হয়।
- Related topics -
- যৌন কর্মী
- রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন
- শশী পাঞ্জা
- রাজ্য

