Prithvi Shaw | বাদ মুম্বইয়ের রনজি দল থেকে, দল পাননি IPL-এও, এবার কেরিয়ার বাঁচাতে 'ঘর' বদল পৃথ্বীর!
Monday, June 23 2025, 1:48 pm

শোনা যাচ্ছে, মুম্বইয়ের হয়ে আর ক্রিকেট খেলতে চান না তিনি। সেই জন্য মুম্বই ক্রিকেট সংস্থার থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও চেয়েছেন পৃথ্বী।
কেরিয়ার বাঁচাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন পৃথ্বী শ। শোনা যাচ্ছে, মুম্বইয়ের হয়ে আর ক্রিকেট খেলতে চান না তিনি। সেই জন্য মুম্বই ক্রিকেট সংস্থার থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও চেয়েছেন পৃথ্বী। সূত্রের খবর, ইতিমধ্যে অন্য দুই তিনটি রাজ্য দলের থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। তবে কোন দলে যাবেন তা এখনও সিদ্ধান্ত নেননি। মুম্বই থেকে ছাড়পত্র এলেই সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারেন। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটের মূল বৃত্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন পৃথ্বী শ। বাদ পড়েছেন মুম্বইয়ের রনজি দল থেকে। এদিকে আইপিএলেও দল পাননি তিনি।