JNM Hospital । কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারিত, স্বাস্থ্য পরিষেবায় প্রভাব
Wednesday, September 4 2024, 12:00 pm
Key Highlightsকল্যাণী মেডিসিন কলেজের নতুন অধ্যক্ষ মণিদীপ পাল। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দাবিতে আন্দোলন, অধ্যক্ষকে ঘেরাও।
এবার অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অভিজিৎ মুখোপাধ্যায়কে। অধ্যক্ষের ঘরের বাইরে হাসপাতালের নিরাপত্তা সহ নানা দাবিতে মঙ্গলবার থেকেই জুনিয়র ডাক্তার, মেডিক্যাল পড়ুয়ারা আন্দোলন করছিলেন। তবে অধ্যক্ষ পদ থেকে অভিজিৎ মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়ে নতুন অধ্যক্ষ করা হয় মণিদীপ পালকে। এদিকে আজ জরুরি বিভাগে পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা। সেখানে কোনও জুনিয়র ডাক্তারের দেখাই পাওয়া যায়নি বলে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ।
- Related topics -
- স্বাস্থ্য
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কল্যাণী
- জেএনএম হাসপাতাল

