দেশ

Narendra Modi | 'আমার বোনের সিঁথির সিঁদুর মুছে দিলে তাকে এই পৃথিবী থেকে মুছে যেতে হবে'! আহমেদাবাদে হুঙ্কার মোদির!

Narendra Modi | 'আমার বোনের সিঁথির সিঁদুর মুছে দিলে তাকে এই পৃথিবী থেকে মুছে যেতে হবে'! আহমেদাবাদে হুঙ্কার মোদির!
Key Highlights

আজ, সোমবার দু’দিনের সফরে গুজরাটে গিয়ে ৫০ হাজার জনতার সামনে আহমেদাবাদে রোড শো করলেন মোদি।

অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার দু’দিনের সফরে গুজরাটে গিয়ে ৫০ হাজার জনতার সামনে আহমেদাবাদে রোড শো করলেন মোদি। এরপর লক্ষ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন,‘জম্মু কাশ্মীর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা যা ঘটিয়েছে, তারপর ভারত কি চুপ করে বসে থাকতে পারে? মোদি কি চুপ করে বসে থাকতে পারে?যদি কেউ আমার বোনের সিঁথির সিঁদুর মুছে দেয়। তখন তাকে এই পৃথিবী থেকে মুছে যেতে হবে।’