Narendra Modi | প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক, এবার নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী!
Wednesday, July 9 2025, 5:56 pm
Key Highlightsএবার দক্ষিণ-পশ্চিম অফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পঞ্চম দেশ সফরে বুধবার নামিবিয়ায় পৌঁছেছেন মোদী। এবার দক্ষিণ পশ্চিম অফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্য়াসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস’ সন্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রীর ঝুলিতে এলো ২৭টি আন্তর্জাতিক সন্মান। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নামিবিয়ার রাষ্ট্রপতি নন্দি নদাইতওয়া। শক্তি ও স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। নির্দিষ্ট চারটি বিষয়ে চুক্তি স্বাক্ষরও করেন উভয় রাষ্ট্রপ্রধান।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী

