Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!

বুধবার প্রধানমন্ত্রীর জন্মদিন। তার একদিন আগেই মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট।
ট্যারিফ নিয়ে দরকষাকষির মধ্যেই ভারত এবং আমেরিকার বরফ গলছে। মঙ্গলবার রাতে মোদী এবং ট্রাম্পের ফোনালাপ হয়েছে। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন। প্রধানমন্ত্রী জানিয়েছেন ট্রাম্প তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন ট্রাম্পকে ‘বন্ধু’ এবং প্রেসিডেন্ট সম্বোধন করে মোদী X হ্যান্ডলে লিখলেন, ‘ফোনকল এবং ৭৫ তম জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার মতো আমিও প্রতিশ্রুতিবদ্ধ।’