Modi in Japan | আমেরিকার শুল্কচাপ উপেক্ষা করে দু’দিনের সফরে জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহেই জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।
দু’দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। জাপানের শিল্পপতিদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। জেন বৌদ্ধমন্দিরেও যাবেন প্রধানমন্ত্রী। এরপর ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দু’জন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে, সেটাও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে। এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কী হতে পারে, সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা হবে কোয়াড নিয়েও।”
- Related topics -
- আন্তর্জাতিক
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- জাপান