Machuabazar Fire | বড়বাজার অগ্নিকান্ডে মানবিক মোদী, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
Wednesday, April 30 2025, 5:45 am

বড়বাজারের মেছুয়া এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টা নাগাদ মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী রাস্তার ধারে হোটেলে বিধ্বংসী আগুন লাগে। ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন. মৃতদেহ শনাক্তকরণের কাজ এখনও চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার সকালে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের মাথাপিছু ৫০,০০০ টাকা দেওয়া হবে।