Modi meets King Charles III | ঝটিকা সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ উপহারও

Friday, July 25 2025, 6:08 am
highlightKey Highlights

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী। দিলেন এক বিশেষ উপহার।


ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিকল্পনামত এক ফাঁকে নরফোকে স্যানড্রিনহাম হাউসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখাসাক্ষাৎও সেরেছেন তিনি। সূত্রের খবর, আয়ুর্বেদ, যোগাসন ও মিশন লাইফ নিয়ে আলোচনা করেছেন তাঁরা। ‘একটি গাছ মায়ের নামে’ (Ek Ped Maa Ke Naam) শীর্ষক উদ্যোগেরই অংশ হিসাবে ব্রিটেনের রাজাকেও গাছ উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। ব্রিটিশ রাজ পরিবারের তরফেও প্রধানমন্ত্রী ও কিং চার্লসের ছবি শেয়ার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File