Narendra Modi | নিজের পাওয়া ‘স্মারক’ এবং উপহার নিলামে তুললেন প্রধানমন্ত্রী, নিলামের টাকা যাবে প্রকল্পে
Friday, September 20 2024, 1:38 pm
Key Highlightsনিলামের টাকা যাবে নমামি গঙ্গে প্রকল্পে। গঙ্গার দূষণ রোধে এই নমামি গঙ্গে প্রকল্প শুরু করেছিলেন মোদি।
নিজের পাওয়া সব ‘স্মারক’ এবং উপহার নিলামে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই নিলামের টাকা যাবে নমামি গঙ্গে প্রকল্পে। গঙ্গার দূষণ রোধে এই নমামি গঙ্গে প্রকল্প শুরু করেছিলেন মোদি। ২০০৯ সালে ইউপিএ সরকার মিশন গঙ্গা প্রকল্পে চালু করেছিল। সেই প্রকল্পের অধীনে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিরাট বিনিয়োগ করেছে কেন্দ্র।প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী নিলাম করে ওঠা অর্থ যাবে সেই প্রকল্পেই।
- Related topics -
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী
- প্রকল্প
- গঙ্গা নদী

