Amit Shah | আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী, বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও

৩১ মে রাতে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সামনেই বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আলিপুরদুয়ারে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় সূত্রে খবর, ৩১ মে রাতে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামবেন অমিত শাহ। ১লা দিনভর ম্যারাথন বৈঠক করবেন তিনি। বৈঠক শেষ করে ১ জুন রাত বা ২ জুন সকালে ফের দিল্লির উদ্দেশে উড়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, এদিন তিনি প্রথমে সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর সাংসদ, বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করবেন। কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন তিনি।
- Related topics -
- দেশ
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অমিত শাহ
- নরেন্দ্র মোদি
- আলিপুরদুয়ার
- বিজেপি