Primary Teacher Recruitment | প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ, নিয়োগ হবে ১৩০০০+ শূন্যপদে

রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বুধবারই টেট এর ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিতেই রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে, মোট ১৩৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২২ এর টেট উত্তীর্ণ এবং ২০২৩ এর টেট উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। এর জন্যে লাগবে মাধ্যমিক= ৫ নম্বর, উচ্চ মাধ্যমিক= ১০ নম্বর, ডিএলএড= ১৫ নম্বর, টেট= ৫ নম্বর, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিট= ৫ নম্বর, ইন্টারভিউ= ৫ নম্বর, অ্যাপটিটিউড টেস্ট বা পারা টিচারদের পড়ানোর অভিজ্ঞতা থাকলে= ৫ নম্বর।