Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Monday, March 31 2025, 1:12 pm

আগামীকাল অর্থাৎ ১লা এপ্রিল থেকে ফের দেশ জুড়ে বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম৷
আগামীকাল অর্থাৎ ১লা এপ্রিল থেকে ফের দেশ জুড়ে বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম৷ যার মধ্যে রয়েছে প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, সিজোফ্রেনিয়া সহ মানসিক ওষুধ, এইডস এর মতো রোগের একাধিক ওষুধ৷ জানা গিয়েছে, ১.৭৪ শতাংশ হারে দাম বাড়তে চলেছে ওষুধগুলির৷ কেবল ওষুধ নয়, তার পাশাপাশি স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক ও অর্থোপেডিক ইমপ্লান্টের দামও বাড়ছে৷ ব্যাক্টিরিয়া সংক্রমণ রোধে ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিকের মতো কিছু ওষুধেরও দাম বাড়ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ওষুধ
- ওষুধের মূল্যবৃদ্ধি