Tobacco | 'নেশাখোর'দের বাড়লো চিন্তা! বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্য ও মদের দাম!

Friday, July 4 2025, 12:04 pm
highlightKey Highlights

এক ধাক্কায় বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্য ও মদের দাম! বাড়তে পারে দামি গাড়ির দামও।


এক ধাক্কায় বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্য ও মদের দাম! বাড়তে পারে দামি গাড়ির দামও। আসলে GSTতে কমপেনসেশন সেসের মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর সঙ্গে আনা হতে পারে ক্লিন এনার্জি সেসও। অর্থাৎ মদ, সিগারেট ও তামাকজাত অন্য পণ্য যেমন খৈনি, গুটকার মতো শরীরের জন্য ক্ষতিকর বলে যে পণ্যগুলিকে ধরা হয়, সেই পণ্যগুলির ওপর অতিরিক্ত সেস বসতে পারে। এর ফলে এই পণ্যগুলির দাম বাড়তে পারে। অন্যদিকে, পরিবেশ রক্ষার স্বার্থে পেট্রলজাত গাড়িতেও অতিরিক্ত সেস বসানো হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File