Mohamed Muizzu । ভারতে এসেই 'বন্ধুত্বে'র বার্তা মলদ্বীপের প্রেসিডেন্ট, মহম্মদ মুইজ্জুর
Monday, October 7 2024, 7:23 am
Key Highlightsচারদিনের ভারত সফরে এসেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।
চারদিনের ভারত সফরে এসেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। রবিবারই তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। ভারতে এসেই ভারতকে 'বন্ধু' বলে আখ্যা দিলেন মুইজ্জু। একইসঙ্গে তিনি দাবি করলেন, মলদ্বীপ সরকার ভারতের নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত হতে দেবে না। রবিবারই একটি সাক্ষাৎকারে মহম্মদ মুইজ্জু বলেন, 'মলদ্বীপ এমন কিছু কখনও করবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। মলদ্বীপ ও ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আগ্রহের ভিত্তিতে গড়ে উঠেছে।'

