UPI in Maldives | মলদ্বীপে চালু হবে ভারতীয় UPI, অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তুলতে ভারতের শরণাপন্ন মুইজ্জু
নিজের দেশে ভারতীয় ইউপিআই চালু করতে চলেছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।
অতীত ভারত ও মলদ্বীপের বিতর্ক। এবার নিজের দেশে ভারতীয় ইউপিআই চালু করতে চলেছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। মলদ্বীপে ইউপিআই চালুর আগে সেই দেশের সব ব্যাঙ্ক, টেলিকম সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং তথ্যপ্রযুক্তি সংস্থাকে কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থার অধীনে আনা হবে। চলতি মাসের শুরুর দিকে ভারতে এসেছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। সেই সময়ই পকে ডিজিটাল এবং আর্থিক দিক থেকে সহায়তার আশ্বাস দিয়েছিল ভারত। উল্লেখ্য, এর আগে মলদ্বীপে রুপে কার্ড চালু করেছিল ভারত।