President Droupadi Murmu | স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে 'অপারেশন সিঁদুর' প্রসঙ্গ তুললেন রাষ্ট্রপতি!

Thursday, August 14 2025, 3:49 pm
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আত্মনির্ভর’ ভারতের ছবি আঁকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তাঁর কথায় উঠে এল অপারেশন সিঁদুর প্রসঙ্গও।


অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, ”প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ ভারতের পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর। ফলাফল প্রমাণ করে দিয়েছে আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের দেশীয় উৎপাদন এমন এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, যা আমাদের অনেক নিরাপত্তা প্রয়োজনীয়তায় স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। স্বাধীনতার পর থেকে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এগুলি এক যুগান্তকারী সাফল্য।” সেই সঙ্গেই রাষ্ট্রপতি বললেন, তিনি আশা করছেন ২০৪৭ সালের মধ্যে দেশ উন্নত অর্থনীতির দেশ হয়ে উঠবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File