বিনোদন

71st National Film Awards | কিং-খান এর হাতে উঠলো জাতীয় পুরস্কার, বাদ গেলেন না রানি-বিক্রান্তও

71st National Film Awards | কিং-খান এর হাতে উঠলো জাতীয় পুরস্কার, বাদ গেলেন না রানি-বিক্রান্তও
Key Highlights

সেরা অভিনেতা হিসেবে কিং খান শাহরুখের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর, দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খান শাহরুখের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি। দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিনটে জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’এর ঝুলিতে।