Prashant Tamang | সুরের সফর থামল অকালেই, প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত তামাং
Sunday, January 11 2026, 3:23 pm

Key Highlightsগায়কের মৃত্যুর খবর রটে গেলেও, এখনও পর্যন্ত তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য বা শোকবার্তা পাওয়া যায়নি।
অকালে প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ৩ বিজয়ী জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং। সূত্রের খবর, অরুণাচলপ্রদেশে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে ফিরে এসে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন প্রশান্ত। মাত্র ৪৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। প্রশান্তর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা রাজেশ ঘটানি। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ এর মুকুট জয়ের পর দুনিয়ার নজরে আসেন কলকাতা পুলিশের কর্মী। ‘পাতাল লোক ২’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
- Related topics -
- বিনোদন
- গায়ক
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- হৃদরোগ
- ইন্ডিয়ান আইডল
- ওয়েব সিরিজ


