Prashant Kishor | জামিনের শর্তে রাজি নন প্রশান্ত কিশোর! জেল থেকেই আমরণ অনশনের ডাক পিকের

Monday, January 6 2025, 1:16 pm
highlightKey Highlights

জামিনের শর্তে সাক্ষর করতে রাজি হননি পিকে। ফলে আপাতত তাঁর ঠিকানা জেলেই।


সোমবার সাতসকালে অনশনমঞ্চ থেকে গ্রেফতার করা হয় জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। এরপর পিকেকে আদালতে তোলা হলে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। তবে জামিনের শর্তে সাক্ষর করতে রাজি হননি পিকে। ফলে আপাতত তাঁর ঠিকানা জেলেই। প্রশান্ত কিশোরের আইনজীবী সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘আদালতের তরফে ২৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হলেও, জামিনের জন্য একাধিক শর্ত দেওয়া হয়। সেখানে অন্যতম শর্ত ছিল ভবিষ্যতে তিনি যদি কোনও আন্দোলন করেন তবে এই শর্তের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File