Chandrayaan 3 | চাঁদে বসেই ফের নতুন তথ্য আবিষ্কার করলো প্রজ্ঞান রোভার!

Friday, July 5 2024, 3:08 am
highlightKey Highlights

চন্দ্রযান ৩ এর বিক্রম ল্যান্ডার নিয়ে চাঁদে বসে দুর্দান্ত আবিষ্কার করেছে প্রজ্ঞান রোভার।


চন্দ্রযান ৩ এর বিক্রম ল্যান্ডার নিয়ে চাঁদে বসে দুর্দান্ত আবিষ্কার করেছে প্রজ্ঞান রোভার। রোভারটি চাঁদের শিবশক্তি পয়েন্টের কাছে, চাঁদের দক্ষিণ মেরু এলাকা থেকে পাথরের টুকরোর নমুনা এবং তাদের উৎপত্তির সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে। শিবশক্তি পয়েন্ট ধরে চাঁদে হাঁটার সময়, প্রজ্ঞান এক সেন্টিমিটার থেকে ১১.৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের ছোট ছোট পাথরের টুকরো খুঁজে পেয়েছে। যা ছোট ছোট গর্তের প্রান্ত, ঢাল এবং মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এদের কোনওটিরও ব্যাস দুই মিটারের বেশি ছিল না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File