Calicut | গডসের সমর্থনে করেছিলেন পোস্ট, এবার সেই অধ্যাপিকার পদোন্নতি নিয়ে তুমুল বিতর্ক কালিকটে
Wednesday, February 26 2025, 5:19 pm
Key Highlightsএনআইটি কালিকট এ ডিন (পরিকল্পনা ও উন্নয়ন) হিসাবে অধ্যাপিকা এ শাইজার নিয়োগ নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়েছে।
গত বছর মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন "গডসের জন্য ভারতকে বাঁচানো হয়েছে।" এর জেরে কোঝিকোড় শহরের পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩ অনুযায়ী মামলাও দায়ের করেছিল। এবার এই বিতর্কিত এনআইটি কালিকট এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপিকা 'এ শাইজা'র পদোন্নতি নিয়েই তুমুল শোরগোল পড়েছে কালিকটে। এদিন তাকে এনআইটি কালিকট এ ডিন(পরিকল্পনা ও উন্নয়ন) হিসাবে নিয়োগ করা হয়। তাই নিয়েই ক্যাম্পাস ও রাজনৈতিক মহলে ছড়িয়েছে বিতর্ক।
- Related topics -
- দেশ
- ওড়িশা
- অধ্যাপক
- নিয়োগ
- মহাত্মা গান্ধী
- ইঞ্জিনিয়ার

