Ahmedabad Plane Crash | আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে কি রয়েছে আমেরিকার 'প্রভাব' ?

ভারতীয় সময়ে রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই মার্কিন মিডিয়ায় বেরিয়ে গিয়েছে বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে কি রয়েছে আমেরিকার 'প্রভাব' ? এক ঘটনার পর এমনই প্রশ্ন উঠছে। এক সংবাদমাধ্যমের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক পাইলট ক্যাপ্টেন গৌরব তানেজার ভিডিয়ো, যেখানে তিনি আমেরিকার একটি মিডিয়ার ছবি পোস্ট করে অভিযোগ করেছেন, যে ভারতীয় সময়ে রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই মার্কিন মিডিয়ায় বেরিয়ে গিয়েছে বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ। যা হুবহু মিলে গেছে AAIBএর রিপোর্টের সঙ্গে। এরপরই গৌরবের প্রশ্ন, 'তবে কি আমেরিকা ঘুরে, সেখানকার সম্মতি পেয়ে ওই রিপোর্ট ভারতে এসেছে?'