2024 YR4 | মাটিতে মিশে যাবে ভারত-বাংলাদেশ-পাকিস্তান? আরও বাড়ছে 2024YR4 অ্যাস্টেরয়েড পৃথিবীতে ধাক্কা মারার সম্ভাবনা!
Monday, February 17 2025, 5:08 pm
Key Highlights2024YR4 অ্যাস্টেরয়েড পৃথিবীতে ধাক্কা মারার যে সম্ভাবনা ছিল, তা ১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.৩ শতাংশ।
'2024YR4 অ্যাস্টেরয়েড পৃথিবীতে ধাক্কা মারার যে সম্ভাবনা ছিল, তা ১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.৩ শতাংশ। অনুমান, এই অ্যাস্টেরয়েড ২০০ মিটারের মতো বড়। বিজ্ঞানীরা এটিকে 'সিটি কিলার' নাম দিয়েছেন। কারণ এর ধ্বংসক্ষমতা প্রায় একটা শহরকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো। বিজ্ঞানীরা বলছেন, এটি আছড়ে পড়লে উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে। মনে করা হচ্ছে অ্যাস্টেরয়েডটি যদি একান্ত এসেই পড়ে, তবে এটি আছড়ে পড়তে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়োলা, কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশগুলির মাটিতে!

