Maithili Thakur | এবার রাজনীতির ময়দানে মৈথিলী ঠাকুর! আলিনগরে প্রতিভাবান গায়িকাকে প্রার্থী করলো বিজেপি
Wednesday, October 15 2025, 2:58 pm
Key Highlightsদ্বারভাঙা এলাকার আলিনগর থেকে জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুরকেই প্রার্থী করল বিজেপি।
মঙ্গলবার ৭১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল গেরুয়া শিবির। বুধবার বিহার ভোটের প্রথম দফার জন্য আরও ১২ প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। দ্বারভাঙা এলাকার আলিনগর থেকে বিজেপির হয়ে লড়বেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর। মঙ্গলবার তিনি বিজেপিতে যোগ দেন। পরদিনই পেলেন প্রার্থী পদ। বিহারের মধুবণী জেলায় জন্ম নেওয়া মৈথিলী লোকগীতির জগতে অল্প বয়সেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। বাবা রমেশ ঠাকুরের মতো গানকেই কেরিয়ার হিসেবে বেছে নিযেছেন তিনি। বিহারে নির্বাচনে এখনও পর্যন্ত মোট ৮৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
- Related topics -
- রাজনৈতিক
- ভারত
- গায়ক
- সঙ্গীতশিল্পী
- বিজেপি প্রার্থী
- বিজেপি
- বিনোদন

