হৃদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভর্তি আইসিইউতে।
Saturday, December 12 2020, 8:37 am
 Key Highlights
Key Highlightsহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। কয়েক বছর যাবৎ তিনি পরিচালনার কাজেও যোগ দেন। তাঁর পরিচালিত ছবি স্ট্রীট ডান্সিং থ্রিডি, এবিসডি, এবিসিডি ২ ও আ ফ্লাইং জাট বলিউডে বেশ হিট হয়েছে। রেমো ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স প্লাস ও ঝলক দিখলা যা–এর মতো নাচের রিয়ালিটি শোতে বিচারকও। তাঁর পায়ের তালে যাদু রয়েছে। রেমো পরিচালিত প্রত্যেকটি ছবিতেই নাচ বিরাট অংশ জুড়ে রয়েছে। রেমো একজন ফিটনেস এন্থুসিয়াস্টও বটে। নিজের নিয়মমাফিক শরীরচর্চার ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন। তাঁর আচমকা অসুস্থতার খবরে অনেকেই তাঁকে দেখতে কোকিলাবেন হাসপাতালে গিয়েছেন। ৪৬ বছরের রেমোর সুস্থতা কামনা করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
-  Related topics - 
- সেলিব্রিটি
- রেমো ডি’সুজা
- বলিউড
- কোরিওগ্রাফার
- হৃদরোগ

 
 