Pope Francis | প্রয়াত পোপ ফ্রান্সিস! ইস্টারের পরের দিনই বিশ্বজুড়ে শোকের ছায়া
Monday, April 21 2025, 8:39 am

ভ্যাটিকান ঘোষণা করেছে, ৮৮ বছর বয়সে সোমবার নিজের বাসভবন, কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত পোপ ফ্রান্সিস! ভ্যাটিকান ঘোষণা করেছে, ৮৮ বছর বয়সে সোমবার নিজের বাসভবন, কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবারই ইস্টার পালন করেছিলেন তিনি। গাজায় যুদ্ধ বন্ধের ডাকও দিয়েছিলেন তিনি। কিন্তু পরের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই সংকটজনক অবস্থায় ইটালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ বাদ দিতে হয়। যার জেরে বরাবরই শারীরিক সমস্যা ছিল। কিন্তু সম্প্রতি তাঁর দুটি ফুসফুসেই নিউমোনিয়া ধরা পরে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউরোপ
- প্রয়াত