R G Kar | আরজিকর কাণ্ডের তদন্তে ধৃতের পলিগ্রাফ টেস্টের অনুমতি! CBIর তদন্তকারী দলে যুক্ত হাথরস কাণ্ডের তদন্তকারী অফিসার
আর জি কর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই। সিবিআইয়ের তদন্তকারী দলে যুক্ত হলেন উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের তদন্তকারী অফিসার।
আর জি কর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি এসে গিয়েছে। যে টেস্টের মাধ্যমে বোঝা যায় যে কেউ মিথ্যা বলছে কিনা। অন্যদিকে, সিবিআইয়ের তদন্তকারী দলে যুক্ত হলেন উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের তদন্তকারী অফিসার সীমা পাহুজা। জানা গিয়েছে, দিল্লি থেকে প্রায় সিবিআইয়ের ৬৫ জন আধিকারিক এসেছেন কলকাতায়।
- Related topics -
- আর জি কর কান্ড
- ক্রাইম
- শহর কলকাতা
- সিবিআই